Text size A A A
Color C C C C
পাতা

কী সেবা কীভাবে পাবেন

 কুষ্টিয়া জেলা তথ্য অফিসের সেবা পাওয়ার পদ্ধতি

 

সকল প্রকার উদ্বুদ্ধকরণ (চলচ্চিত্র প্রদর্শণ, উদ্বুদ্ধকরণ সংগীত, আলোচনা অনুষ্ঠান ইত্যাদি) কার্যক্রম।

 

 

জেলা তথ্য অফিস একটি প্রচারধর্মী প্রতিষ্ঠান হওয়ায় এর সেবা গ্রহনের জন্য জনগনকে এ প্রতিষ্ঠানে আসতে হয়না বললেই চলে। বরং তথ্য অফিস তার সেবা নিয়ে একেবারে জনগনের দোর গোড়ায় হাজির হয়। কুষ্টিয়া জেলা তথ্য অফিস তার নিয়মিত প্রচার কাজের জন্য অগ্রীম কর্মসূচী প্রনয়ন করে অধিদপ্তর, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করে। গুরুত্বপূর্ণ কর্মসূচীর পূর্বে স্থানীয় জন প্রতিনিধীদের সাথে যোগাযোগ করা হয়।

 

কুষ্টিয়া জেলা তথ্য অফিসের সেবা প্রাপ্তির জন্য আগ্রহী ব্যক্তি জেলা তথ্য অফিসারের সাথে সরাসরি, লিখিত বা ইমেইল এ যোগাযোগ করলে বাজেট প্রাপ্তি সাপেক্ষে নিদৃষ্ট সেবা (চলচ্চিত্র প্রদর্শণী, উদ্বুদ্ধকরণ সংগীত, আলোচনা অনুষ্ঠান ইত্যাদি) প্রদান করা হয়। যোগাযোগের জন্য টেলিফোন নম্বর ০৭১-৭১১৫৮ এবং ইমেইল ঠিকানা kushtiadio@yahoo.com